'গণতান্ত্রিক সংস্কার জোট' নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
স্টাফ রিপোর্টার : জুলাই মাসের গণঅভ্যুত্থানের অঙ্গীকারগুলো বাস্তবায়ন এবং দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি রাজনৈতিক দল মিলে 'গণতান্ত্রিক সংস্কার জোট' নামে একটি নতুন জোটের ঘোষণা দিয়েছে।
রবিবার (০৭ ডিসেম্বর) বিকেলে ঢাকার ডিআরইউতে (DRU) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এই নতুন জোট ঘোষণা করেন।
নতুন এই জোটের অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো হলো:
- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
- বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন
- এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু নতুন জোটের মুখপাত্র হিসেবে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে ঘোষণা করেন।
নতুন জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, গত দেড় বছরে তার সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, ঐক্যমত কমিশনে বিভিন্ন শক্তি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংস্কারের বিরোধিতা করেছে।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "আমরা যারা সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে এবং গণঅভ্যুত্থানকে সফল করার জন্য তার আকাঙ্ক্ষাগুলোকে সফল করার জন্যই আন্তরিকভাবে কাজ করে এসেছি... আমরা সেই রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছি।"
নাহিদ ইসলাম দেশের মানুষকে বার্তা দিয়ে বলেন, "গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা বাংলাদেশকে পুরাতন রাজনীতির পথে আর ফেরত যেতে দেব না।" তিনি আরও বলেন, ৫ আগস্টের পরের বাংলাদেশ আর আগের বাংলাদেশ এক হবে না।
'গণতান্ত্রিক সংস্কার জোট' গঠনের কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, বিগত ১৬ বছরের লড়াই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, তাই জোটের প্রধান লক্ষ্য হলো গণতান্ত্রিক সংস্কার বাস্তবায়ন করা।
তিনি বলেন, "নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না। এই নির্বাচনকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই। দেশ বদলের জন্য সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব।"
অন্যান্য রাজনৈতিক দল, যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, তাদেরও এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :