• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর : 
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে যশোরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্টান ও প্রশাসনের পক্ষ থেকে চাঁচড়া বধ্যভূমি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্থম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

দিবসের শুরুতে যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় পুলিশ সুপার মো: রফিকুল ইসলামসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমের বিএনপি ও অঙ্গসংগঠণসমুহ স্মৃতিস্থম্ভে শ্রদ্ধা নিবেদন করে। এরপর প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়ন যশোরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্মৃতিস্থম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশসকের কার্য়লয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।