• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ঐক্যের স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা নেতা রাশেদ প্রধান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে’ অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই রাজনৈতিক সিদ্ধান্তের কথা জানান।

রাশেদ প্রধান তার স্ট্যাটাসে রাজনৈতিক শরিক দলগুলোর নেতা-কর্মীদের প্রতি সংযম ও সৌহার্দ বজায় রাখার বিশেষ আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, পরিস্থিতি যাই হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা এবং ভ্রাতৃপ্রতিম। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতা-কর্মী ও সমর্থকদের একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ বা কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে রাশেদ প্রধান বলেন, "ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ও ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।" তিনি এবার প্রার্থী না হলেও ঘরে বসে থাকবেন না। বরং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ঐক্যের মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী মাঠে সক্রিয় প্রচারণায় অংশ নেবেন বলে নিশ্চিত করেছেন। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের স্বার্থে এই ত্যাগের কারণে কেউ যেন মন খারাপ না করেন।

এদিকে তার এই সিদ্ধান্ত নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলেন, সমালোচকরা চাইলে তাদের ‘চিরাচরিত ভাষায়’ সমালোচনা চালিয়ে যেতে পারেন, এতে তার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসবে না।

জাগপা মুখপাত্র আরও জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টায় ঐক্যের আসন সমঝোতা ও নির্বাচনের সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে একটি বিস্তারিত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখান থেকেই জোটের পরবর্তী রূপরেখা স্পষ্ট করা হবে।