• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শার কন্যাদাহের মাঠে বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের সাধারণ শ্রমিকের মৃত্যু


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


 বেনাপোল প্রতিনিধি: 

যশোরের শার্শা উপজেলার ৯নং উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের মাঠে বজ্রপাতে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলীর ছোট ভাই মোঃ আইয়ুব হোসেন (৪২) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর ক্রেন সাইটের সাধারণ শ্রমিক হিসাবে কাজ করতেন।

১৫ ই জুন রবিবার বেলা ১২ টার সময় উলাশী ইউনিয়ন এর কন্যাদহ গ্রামের এর মাঠে গরুর ঘাস খাওয়াতে যান আইয়ুব হোসেন। পরে গরু মাঠে বেধে ফিরে আসার সময় বজ্রপাতে তার মর্মান্তিক মৃত্যু হয়। সে শার্শার কন্যাদাহ গ্রামের আব্দুল কাদেরের ছেলে।  

তার এই অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসী সবাই গভীরভাবে শোকাহত।

শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ বলেন,এই
আইয়ুব হোসেন ছিলেন সদালাপী, নম্র ভদ্র  ও সবার প্রিয় একজন মানুষ। তাঁর এই অপ্রত্যাশিত বিদায়ে আমাদের হৃদয় ভেঙে গেছে।

তিনি আরও বলেন, মরহুমের জানাজার নামাজ আজ মাগরিবের নামাজের পর তার নিজ গ্রাম কন্যাদহ এর কানি পাড়ায় অনুষ্ঠিত হবে।
সকল ধর্মপ্রাণ মুসলমানকে তার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারবর্গকে এই শোক সইবার তৌফিক দান করেন।