• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৩


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

 স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা নোয়াপাড়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১০টার দিকে সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন আহত হন।

আহতরা হলেন প্রথম পক্ষের ইসমাইল হোসেন (৩৮), তার ভাই ইসরাইল হোসেন (৩০) ও ইসমাইলের স্ত্রী মনিরা খাতুন (২৫)। অপর পক্ষের আশিকুল (৩৫) ও তার স্ত্রী আন্না (২৫)ও সংঘর্ষে জড়ালেও গুরুতর আহত হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমিজমা বিরোধ নিয়ে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত।