• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুর হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দিল প্রশাসন


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন ৩০০ পিচ অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট হস্তান্তর করেন।
দীর্ঘ আট মাস ধরে হাসপাতালে ছিল না প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন। এ সময়ে কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের বাইরে থেকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে। সর্বশেষ গত এক মাসে কুকুর, বিড়াল ও হনুমানের কামড়ে ১৮৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে কুকুরের কামড়ে ৬৩ জন, বিড়ালের কামড়ে ১১৮ জন ও হনুমানের কামড়ে ৪ জন আহত হন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে কবে নাগাদ জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে তা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারেননি। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে ৩০০ পিচ অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর বলেন, গত নভেম্বর মাস থেকে হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন নেই। যে কারণে বিভিন্ন প্রাণির কামড়ে আক্রান্তরা আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে বাইরে থেকে অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন কিনতে হয়েছে। কবে নাগাদ স্বাস্থ্য অধিদপ্তর থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হবে, তা তিনি বলতে পারেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন বলেন, বিষয়টি জানার পর সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীরের নিকট ৩০০ পিচ অ্যান্টি র‌্যাবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়। যা ৪০০ জনকে দেওয়া যাবে। একই সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে ৫ হাজার মাস্ক প্রদান করা হয়েছে ।