
স্টাফ রিপোর্টার যশোর: যশোর শহরের বড় বাজার এলাকায় এক দোকানিকে মারধর করে ৭১ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। আহত দোকানির নাম রাসেল হোসেন (২৫)। তিনি শহরতলির ঝুমঝুমপুর স্কুল মোড় এলাকার বাসিন্দা এবং বাজারের খালদার রোডে তার একটি চালের দোকান রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতের ভাষ্য অনুযায়ী, শহরের লোন অফিস পাড়ায় সুলতান প্রেসের বিপরীতে ছাব্বির হোসেন নামের এক ব্যক্তির একটি কম্পিউটারের দোকান ছিল। ব্যবসায়িক ক্ষতির কারণে ছাব্বির দোকান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং পুরোনো আসবাবপত্র (চেয়ার, টেবিল, বেঞ্চ) রাসেল হোসেনের কাছে বিক্রির প্রস্তাব দেন। তবে রাসেল ওই মালামাল ক্রয়ে আগ্রহ না দেখানোয় ছাব্বির ক্ষুব্ধ হন এবং দাবি করেন—মালামাল না কিনলে ২০ হাজার টাকা চাঁদা দিতে হবে। রাসেল তা অস্বীকার করলে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২৮ জুন রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে লোন অফিস পাড়ায় পৌঁছালে ছাব্বির হোসেনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের একপর্যায়ে তার কাছে থাকা ৭১ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে রাসেল কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। অভিযোগের তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে কিনা—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন :