বাঘারপাড়ায় যুব দিবস পালন
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2025 ইং
বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় জাতীয় ও আন্তজার্তীক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর বাঘারপাড়ার উদ্যোগে দিবসটি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে আলোচনাসভা, যুব র্যালি ও চেক বিতরণের কর্মসূচি পালিত হয়। এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি যুব র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিম্র্মল কুমার হাজরার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা শামসুল আরেফিন, উপজেলা মৎস্য কর্মকর্তা, খাদ্য কর্মকর্তা মীনা খানম, জনস্বাস্থ্য অফিসের উপসহকারি প্রকৌশলী অন্তরা হালদার, উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার সুজাউদ্দীন শেখসহ যুব সংগঠকবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে সফলতার জন্য ৪ সফল উদ্যক্তাকে চেক প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :