• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যাত্রাবাড়ীতে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় পলক-মনুসহ চারজনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, সাবেক ডেপুটি পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

আদালত সূত্র জানায়, চারজনকে কারাগার থেকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তারা গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ফরিদ আহমেদ হত্যা মামলায় পলক ও মনুর বিরুদ্ধে এবং আব্দুর রাজ্জাক হত্যা চেষ্টা মামলায় শহিদুল্লাহ ও আবুল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তার দেখানোর প্রস্তাব দেওয়া হয়। শুনানি শেষে বিচারক সবার বিরুদ্ধেই গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

২০২৪ সালের ৫ আগস্ট ‘জুলাই আন্দোলনের’ সময় যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে ছাত্র-জনতার মিছিলে গুলিবর্ষণের ঘটনায় গুরুতর আহত হন ফরিদ আহমেদ। পরদিন হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন পর ২০২৫ সালের ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

একই দিন দুপুরে যাত্রাবাড়ী এলাকায় আরেকটি ঘটনায় গুলিবিদ্ধ হন আব্দুর রাজ্জাক। সুস্থ হওয়ার পর মামলা দায়ের করতে গিয়ে ২০২৫ সালের ১৫ জানুয়ারি থানায় যান তিনি। আদালতের পরামর্শে পরে ২৪ মার্চ আদালতেই মামলা দায়ের করেন।