• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শার্শা রামনগর ইউনিয়নের ছাত্রদল নেতা তবিবুর রহমান বহিষ্কার


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার অধীন শার্শা উপজেলার রামনগর ইউনিয়ন শাখার সহ-সভাপতি তবিবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা।

যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. ওমর ফারুক তাবরেক, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাশার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ ইমরান যৌথভাবে এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেন।

শনিবার (২০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদল যশোর জেলা শাখার প্রচার সম্পাদক রাজীবুল হক তুহিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং তবিবুর রহমানের সঙ্গে সংগঠনের কোনো ধরনের যোগাযোগ না রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।