• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


বেনাপোল প্রতিনিধি:  বেনাপোলে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের আগাম প্রস্তুতি নিশ্চিত করতে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ৩টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ হাবিবুর রহমান হবী এবং সঞ্চালনা করেন প্রধান শিক্ষক রমজান আলী।
সমাবেশে অভিভাবক, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে পরীক্ষার আগাম প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সভাপতির বক্তব্যে আলহাজ হাবিবুর রহমান হবী বলেন, আগামী এসএসসি পরীক্ষায় আমাদের লক্ষ্য শতভাগ পাশ এবং সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ অর্জন। এর মাধ্যমে শুধু যশোর জেলা নয়, বরং দেশব্যাপী সেরা অবস্থান অর্জন করা সম্ভব হবে। তবে এ লক্ষ্য পূরণে প্রয়োজন অভিভাবকদের শতভাগ সহযোগিতা। অভিভাবকরা যদি তাদের সন্তানদের পড়াশোনা, নিয়মিত স্কুলে উপস্থিতি ও শৃঙ্খলার প্রতি যতœশীল হন, তাহলে আমাদের এ চ্যালেঞ্জ সফলভাবে অর্জন সম্ভব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জহিরুল ইসলাম রিপন, বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সবুজ, শেখ কাজিম উদ্দিন, উক্ত স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইন্তাজুর রহমান, সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম প্রমুখ।

সমাবেশ শেষে অভিভাবক ও শিক্ষকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের কাঙ্খিত সাফল্যের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।