• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

সাংবাদিক মাহমুদুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে ঝিকরগাছায় মানববন্ধন।


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Apr 28, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহামুদুর রহমান সহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার দাবিতে, যশোরের ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সামনে আজ সকাল ১০ টায় আমার দেশ পাঠকমেলার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।


ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমার দেশ পত্রিকার ঝিকরগাছা পাঠকমেলার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শফিউল আজম রুমি। তিনি মাহামুদুর রহমান সহ সারাদেশে মিথ্যা মামলায় অভিযুক্ত সকল সাংবাদিকের মামলা প্রত্যাহারের দাবী জানান।


মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও আমার দেশ পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি ইলিয়াস উদ্দীন, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রধান মনিরুজ্জামান, বাঁকড়া প্রেসক্লাবের সভাপতি  সাংবাদিক বিল্লাল হুসাইন, আতিকুজ্জামান রিমু। ইসমাইল হোসেন, জাফর ইকবাল, সুজন মাহমুদ, শাহাবুদ্দিন মোড়ল, রেজওয়ান কবীর, মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, সুমন হোসেন, দাউদ হোসেন, শাকিল হোসেন, রাফিন আহম্মেদ, তৌহিদ হোসেন, মাসউদুল সুমন, টিটো শাকিল সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, একটি নিরপেক্ষ গণতন্ত্রে সাংবাদিকদের কণ্ঠরোধ কখনো কাম্য নয়। সত্য প্রকাশের অধিকার সাংবাদিকদের রয়েছে। গণতন্ত্র ও জনগণের স্বার্থে সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে।