• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

প্রাইভেটকার কাভার্ড ভ্যানের সংঘর্ঘে মেয়ের মৃত্যু, বাবা-মা ও কাভার্ডভ্যান চালক আহত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 23, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে প্রাইভেটকার ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকার উল্টে রাস্তার পাশে পড়ে দুমড়ে মুচড়ে গেছে। এতে কারের ভিতরে থাকা ফরহাদ হোসেন (৪০), তার স্ত্রী স্বপ্নিল ইসলাম (৩৫) ও মেয়ে ইফা (১৩) গুরুত্বর আহত হয়েছেন। একই সাথে আহত হয়েছেন কাভার্ড ভ্যান চালক রুহুল আমিন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফাকে মৃত ঘোষণা করেন। 
প্রাইভেটকারের হতাহত পরিবারটির বাড়ি নড়াইল পৌরসভার চৌরাস্তা নামক এলাকায়। আহতরা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মনিরামপুর থানার উপ পরিদর্শক (এসআই) মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই মিলন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, রাতে কেশবপুর এলাকা থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে প্রাইভেটকার চালিয়ে যশোরে ফিরছিলেন ফরহাদ। তখন বৃষ্টি হচ্ছিল। পরিবারটি বিজয়রামপুর খইতলা নামকস্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর প্রাইভেটকার আড় করে দেন ফরহাদ। এসময় পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান কারটিকে মাঝ বরাবর ধাক্কা দেয়। ধাক্কায় কারটি রাস্তার পাশে উল্টে দুমড়ে মুচড়ে গিয়ে ভিতরে থাকা তিনজন আহত হন। একই সাথে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে গিয়ে আহত হন চালক রুহুল আমিন।
এসআই মিলন আরও বলেন, আহত চারজনকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর হাসপাতালে আনা হয়। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ইফাকে মৃত ঘোষণা করেন। 
'নিহত মেয়েটির বাবা-মা ও কাভার্ডভ্যান চালক ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাইভেটকার ও কাভার্ডভ্যান আমাদের হেফাজতে আছে। এই ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে,' বলেন এসআই মিলন।