নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’তে আসিফ মাহমুদ: পালন করবেন মুখপাত্রের দায়িত্ব
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ সমন্বয়ক এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’তে (এনসিপি) যোগ দিয়েছেন। দলটিতে তিনি ‘মুখপাত্র’ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে এনসিপির কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।
গতকাল পর্যন্ত আসিফ মাহমুদের রাজনৈতিক পদযাত্রা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও আজ সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। তিনি ঢাকা-১০ (ধানমন্ডি-নিউমার্কেট-কলাবাগান-হাজারীবাগ) আসন থেকে নির্বাচনের লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আজ বিকেল ৫টায় মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমার মধ্যেই তিনি তার প্রার্থিতা চূড়ান্ত করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের নেতৃত্বে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন আসিফ মাহমুদ। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে শপথ নেন। নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে গত ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর থেকে তার পদত্যাগ কার্যকর হয়।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদের মতো তরুণ ও সাহসী নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টিকে আরও শক্তিশালী করবে। তারা দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন এবং জনগণের নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করবেন। আসিফ মাহমুদ দলের মুখপাত্র হিসেবে এখন থেকে জনমানুষের দাবিগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরবেন।
আপনার মতামত লিখুন :