• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইমরান খান ‘সম্পূর্ণ সুস্থ’ আছেন, সাক্ষাতের পর জানালেন বোন


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক:
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে তার সাথে দেখা করার পর ইমরানের বোন উজমা খান এ কথা জানিয়েছেন। সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উজমা খান বলেন, ‘আমার বোনদের (আলিমা খান এবং নওরীন খান) সাথে পরামর্শের পর আমি বিস্তারিত আপডেট দেব।’
উজমার মতে, ইমরান খান তাকে বলেছেন যে তাকে কারও সাথে কথা বলতে বা নিয়মিত সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। ইমরানের বক্তব্য উদ্ধৃত করে তিনি আরও বলেন, সাক্ষাতের পর আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উজমা খান বলেন, ‘আমার বোনদের (আলিমা খান এবং নওরীন খান) সাথে পরামর্শের পর আমি বিস্তারিত আপডেট দেব।’
উজমার মতে, ইমরান খান তাকে বলেছেন যে তাকে কারও সাথে কথা বলতে বা নিয়মিত সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। ইমরানের বক্তব্য উদ্ধৃত করে তিনি আরও বলেন, উজমা খান জানান, ‘অবশেষে সাক্ষাতের অনুমতি’ (ইমরান খানের সঙ্গে) পেয়ে তিনি খুশি এবং কারাগার থেকে ফিরে আসার পর গণমাধ্যমের সাথে কথা বলবেন।
 এদিকে, আদিয়ালা কারাগারের আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় আদিয়ালা জেল রোডে আরও পাঁচটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।