• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

চৌগাছায় কপোতাক্ষের পাড় কাটায় একজনের ৭দিনের কারাদন্ড


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড় কেটে পানির লেভেল করার অপরাধে ইসাহক আলী (৬৫) নামে একজনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তারিনিবাস গ্রামের শহর আলীর ছেলে। 

সোমবার (১সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের তারিনিবাস গ্রামে কপোতাক্ষ পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দন্ড দেন চৌগাছার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তাসমিন জাহান। এসময় তার সাথে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। 

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিন জাহান বলেন, অভিযুক্ত ব্যক্তি কপোতাক্ষ নদের পাড় কেটে পানির লেভেলের সমান করছিলেন। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এক ব্যক্তিকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।