• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

‘ইরানে হামলা হলে রক্ষা পাবে না আঞ্চলিক মার্কিন ঘাঁটি’


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারী ২০২৬, ১১:২২
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানে কোনো ধরনের হামলা চালানো হলে সংশ্লিষ্ট দেশগুলোতে পাল্টা আঘাত হানার চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বুধবার (১৪ জানুয়ারি) ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে এই সতর্কবার্তা নিশ্চিত করেছেন।

ইরানের পক্ষ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, তাদের স্পষ্টভাবে জানানো হয়েছে যে—ইরানের ওপর মার্কিন হামলার জন্য যদি তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হয়, তবে ওই দেশগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তেহরানের ওই কর্মকর্তা বলেন, "আমরা আঞ্চলিক দেশগুলোকে আহ্বান জানিয়েছি যেন তারা ইরানে যুক্তরাষ্ট্রের হামলা ঠেকায়। আমাদের ওপর হামলা হলে এসব ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে।"

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন ও হত্যাকাণ্ড চালানো হলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করবে।

ইরান সরকার ইতোমধ্যে বিক্ষোভ দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার আশঙ্কা, নিরাপত্তা বাহিনীর অভিযানে ইতোমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়ে এলেও ডোনাল্ড ট্রাম্প আবারও নতুন করে রাজপথে নামার জন্য ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা আন্দোলন চালিয়ে যান এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন। যারা আপনাদের ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের নাম নথিভুক্ত করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।”

বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদে ইরানের কর্মকর্তাদের সঙ্গে পূর্বনির্ধারিত সকল বৈঠক স্থগিত করেছেন ট্রাম্প। তিনি আরও বলেন, “ইরানে নির্বিচারে গুলি চালিয়ে নির্বোধের মতো মানুষ হত্যা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি কোনো বৈঠক করব না। বিক্ষোভকারীদের জন্য সহযোগিতা আসছে। ইরানকে আবার মহান করে তুলুন (মেক ইরান গ্রেট এগেইন - মিগা)।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপের হুমকি এবং ইরানের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে আঞ্চলিক মিত্র দেশগুলো এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই সংঘাতের আশঙ্কায় দোটানায় পড়েছে।

সূত্র: আলজাজিরা ও রয়টার্স।