• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নির্বাচন পর্যবেক্ষণে কাল ঢাকা আসছেন ইইউ প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারী ২০২৬, ৬:৫২
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা আসছেন। ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে এটি তার প্রাথমিক সফর হলেও নির্বাচন পর্যন্ত তিনি আরও দুই দফায় বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার ইইউ মিশন সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে ইভার্স ইজাবস প্রথমেই ইইউর ঢাকা মিশনের কর্মকর্তাদের সঙ্গে অভ্যন্তরীণ বৈঠকে অংশ নেবেন। এরপর তিনি অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক করবেন। এসব বৈঠকে মূলত নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং নির্বাচনকালীন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সফর শেষে আগামী ১১ জানুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি গণমাধ্যমকে তার সফরের লক্ষ্য ও পর্যবেক্ষণ সম্পর্কে অবহিত করবেন।

ইভার্স ইজাবস লাটভিয়ার একজন বিশিষ্ট নাগরিক এবং বর্তমানে ইউরোপীয় পার্লামেন্টের প্রভাবশালী সদস্য। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে তাকে বিশেষ দায়িত্ব দিয়ে বাংলাদেশে পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন ইভার্স ইজাবসকে প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়। তার এই সফর বাংলাদেশের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা ও আন্তর্জাতিক পর্যবেক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস এর আগেই দেওয়া হয়েছে।