• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল দৌলতপুর সীমান্ত থেকে ৩১ বোতল মদ আটক


FavIcon
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৬
ছবির ক্যাপশন: ad728

মাসুদুর রহমান শেখ, শার্শা:
যশোরের বেনাপোল পোর্টথানার দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় ৩১ বোতল মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, বিজিবি'র খভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ ডিসেম্বর রাত ১১ টার সময় দৌলতপুর বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ বোতল ভারতীয় মদ আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।