গৃহবধূকে কুপিয়ে হত্যাকারীর হারপিক পানে আত্মহত্যার চেষ্টা, পুলিশ হেফাজতে চলছে চিকিৎসা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 4, 2025 ইং
মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে গৃহবধূ তৃপ্তি মন্ডলকে (৪০) কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি শংকর মন্ডল (৫৫) হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ আজ শনিবার ভোরে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। সেখানে পুলিশ পাহারায় চিকিৎসা চলছে শংকরের।
শংকর মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের মুকুন্তু মন্ডলের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে স্থানীয় অবনিশ মন্ডলের স্ত্রী তৃপ্তি মন্ডলকে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ শংকরের বিরুদ্ধে।
তৃপ্তি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মনিরামপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, রোববার ভোররাতে শংকর মন্ডল নিজ বাড়িতে হারপিন পান করে। খবর পেয়ে আমরা সকালে তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া চলছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, আজ সকাল ৭টা ২৫ মিনিটে পুলিশ শংকর নামে একজনকে হাসপাতালে এনেছেন। তিনি হারপিক পান করেছিলেন। ওয়াশ করার পর তাকে পুরুষ ওয়ার্ডে রেফার করা হয়েছে।
কৃষ্ণবাটি এলাকার সাবেক ইউপি সদস্য সাধন দাস বলেন, তৃপ্তির স্বামী অবনিশ পেশায় ভ্যান চালক। এই দম্পতির একটি সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের এক নারীর সাথে মাঠ থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন তৃপ্তি। পথে শংকর তাদের গতিরোধ করে। এক পর্যায়ে শংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে তৃপ্তির ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কোপায়। তখন তৃপ্তির সাথে থাকা নারী বাধা দিতে চাইলে তাকে হত্যার ভয় দেখায় শংকর।
সাধন দাস বলেন, খবর পেয়ে দ্রুত তৃপ্তি রাণীকে মনিরামপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তৃপ্তির মৃত্যু হয়।
সাধন দাস বলেন, দীর্ঘদিন ধরে তৃপ্তির সাথে শংকরের পরকীয়া চলছিল, যা এলাকার লোকজন জানতেন। এক পর্যায়ে শংকর তৃপ্তিকে ঘরে তুলতে চান। তখন তৃপ্তি শংকরের কাছে তার ভিটা বাড়ি দাবি করে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। যার জেরে তৃপ্তিকে খুন করেছে শংকর।
এই ঘটনায় গৃহবধূ তৃপ্তির স্বামী অবনিশ মন্ডল বাদি হয়ে শুক্রবার ভোররাতে শংকর মল্লিকের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :