• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দেশকে গড়তে হলে মহিলাদের জাগ্রত হত হবে, ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728


স্টাফ রিপোর্টার, যশোর: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, মহিলাদের ধৈর্য ও বিচক্ষণতা বেশি। তারা গড়তে ও ধ্বংস দুই করতে পারে। এই দেশকে গড়তে হলে মহিলাদের জাগ্রত হতে হবে, কথা বলতে হবে। সংসারের পাশাপাশি দেশের জন্য রাজনীতিতেও ভূমিকা রাখতে হবে। আজ বুধবার বিকালে শিল্পকলা একাডেমিতে আয়োজিত যশোর সদর উপজেলা মহিলাদলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈদয় সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
এর আগে অনুষ্ঠানে যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মহিলাদলের আহবায়ক কমিটির সদস্যদের পরিচিতি করানো হয়।