• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : নিবন্ধন স্থগিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ সরিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে। বুধবার (১৬ জুলাই) দুপুরে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার রফিকুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমাকে আপডেট করতে বলা হয়েছিল, আমি সেটিই করেছি।”

এর আগে গত ১৩ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও এখনই নৌকা প্রতীক বাতিল করা হচ্ছে না, পাশাপাশি শাপলা প্রতীকও এখনই যুক্ত হচ্ছে না।

তবে এই অবস্থায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীককে কেন নির্বাচন কমিশন আবার শিডিউলভুক্ত করার উদ্যোগ নিচ্ছে—সে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন,

“অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদের দেওয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?”

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে চলমান গণ–অভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ১২ মে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগ এবং এর সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন।

আজ সকাল পর্যন্ত ইসির ওয়েবসাইটে আওয়ামী লীগের নাম ‘নিবন্ধিত রাজনৈতিক দল’ হিসেবে থাকলেও প্রতীক ‘নৌকা’ সরিয়ে দেওয়া হয় দুপুরের দিকে।