ইইউ'র ডেপুটি চিফের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ এবং নারী সমাজের অধিকার সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডেপুটি চিফ বাইবা জারিনার আমন্ত্রণে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
সোমবার (২০ অক্টোবর) সকালে ঢাকার ইইউ কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে প্রতিনিধি দলটি ইইউ কার্যালয়ে যান।
প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও পলিটিক্যাল সেক্রেটারি প্রফেসর ডা. হাবীবা আক্তার চৌধুরী, মানবসম্পদ, আইন ও মানবাধিকার সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি সুফিয়া জামাল এবং ঢাকা মহানগরী দক্ষিণের উপদেষ্টা পরিষদ সদস্য সহকারী অধ্যাপক লায়লা মরিয়ম।
সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজনীতিতে নারীর সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং দেশের সার্বিক উন্নয়নে নারীর ইতিবাচক ভূমিকা নিয়ে উভয় পক্ষের মধ্যে খোলামেলা আলোচনা হয়। জামায়াত নেত্রীরা বৈঠকে নারীর শিক্ষা, নেতৃত্ব বিকাশ ও সমাজে মর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে জোর দেন।
বৈঠক শেষে ইইউ প্রতিনিধি বাইবা জারিনা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি ও নারী ক্ষমতায়নের প্রচেষ্টায় ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। দুই পক্ষের এই আলোচনা দেশের রাজনীতিতে নারী সমাজের ভূমিকা ও আন্তর্জাতিক মহলের মনোযোগের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :