কেশবপুরে বিশ্ব মর্যাদা দিবসে ১০ দফা দাবিতে মানববন্ধন
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৯
কেশবপুর প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বিশ্ব মর্যাদা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকালে পরিত্রাণ এবং উপজেলা দলিত পরিষদের উদ্যোগে জন্ম ও পেশাগত পরিচয়ের কারণে দলিত জনগোষ্ঠীর প্রতি সকল প্রকার বৈষম্যের অবসানের লক্ষ্যে এবং দলিতদের মানবাধিকার ও মর্যাদার সুরক্ষা দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কেশবপুর শহরে র্যালি শেষে ত্রিমোহিনী মোড় এলাকায় ১০ দফা দাবিতে মানববন্ধন করা হয়। উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন নারী নেত্রী সুফিয়া পারভীন শিখা, হারুনার রশিদ বুলবুল, পরিত্রাণের এসডিআরএম প্রকল্পের ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার প্রমুখ। দাবিগুলো হলো-জাতপাতের বৈষম্য নির্মুল, প্রতিনিধিত্ব নিশ্চিত করা, জাতীয় বাজেটে অগ্রাধিকার, পক্ষপাতমূলক নীতিমালা ও সম্পৃক্ততা , মানবাধিকার সুরক্ষা, রাজনৈতিক প্রতিনিধিত্ব ও নির্বাচনী সমতা, শিক্ষা ও কর্মসংস্থান সুবিধা, গৃহায়ন ও ভূমি অধিকার, মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, অর্থনৈতিক সমতা এবং পরিসাংখ্যনিক বিবেচনা। ইউরোপীয় ইউনিয়ন, মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় বিশ্ব মর্যাদা দিবস উদযাপন করা হয়।
আপনার মতামত লিখুন :