মনোনয়নপত্র জমার শেষ দিন আজ
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
স্বপ্নভূমি ডেস্ক :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ সোমবার (২৯ ডিসেম্বর) শেষ হচ্ছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এদিন বিকেল ৫টা পর্যন্ত সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। কমিশন জানিয়েছে, ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। শেষ দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশন গত ১৮ ডিসেম্বর একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে তফসিলের কিছু তারিখ পরিবর্তন করেছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে মনোনয়নপত্র বাছাইয়ের কাজ চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে তার বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকছে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। এই আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি।
এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের লক্ষ্যে ইসি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে।
আপনার মতামত লিখুন :