• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

কেশবপুরে সমাজসেবী বদরুন্নাহার রেশমার ইন্তেকাল


FavIcon
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 16, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে সমাজসেবী বদরুন্নাহার রেশমা (৫৬) ইন্তেকাল করেছেন। তিনি অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় কেশবপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার সকাল ১১টায় মজিদপুর ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রেশমা মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক নূরুল ইসলাম খোকনের সহধর্মিণী। তিনি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বিলিং সহকারী পদ থেকে অবসর গ্রহণ করে উপজেলার মজিদপুর গ্রামের বাড়িতে বসবাস করছিলেন।

বদরুন্নাহার রেশমা একজন সমাজসেবী ও দানশীল ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিভিন্ন সামাজিক কাজে তিনি ছিলেন একজন নিবেদতপ্রাণ ব্যক্তি। মানুষের বিপদে আপদে রেশমা সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।