• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরের ৬টি আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার, যশোর :
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের ৬টি আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ দুপুরে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন যশোর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত ও জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আব্দুল কাদের । এছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।


প্রার্থীরা জানান, নির্বাচনী পরিবেশ অনুকূলে রয়েছে। তারা আশা করছেন প্রচার প্রচারণায় সকল প্রার্থী সমান সুযোগ ও নিরাপত্তা পাবে। পাশাপাশি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে।


এদিকে যশোরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ আশেক হাসান জানান, ৬৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সকাল থেকে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৪ জানুয়ারির মধ্যে যাচাই বাছাই শেষে হবে। একটি শান্তিপূর্ণ নির্বাচনী সম্পন্ন করতে সবধরণের উদ্যোগ নেয়া হয়েছে। আচরণ বিধি প্রতিপালনে কঠোরভাবে কাজ করছে মাঠে নিয়োজিত ম্যাজিস্ট্রেটগণ, তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী ও সীমান্তে বিজিবিকে সর্তক অবস্থানে রাখা হয়েছে।