• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোর্টথানা পুলিশ সদস্যরা। আটক আসামী হলেন,শার্শা থানার পাঁচভুলোট গ্রামের মৃত আকবর মোড়লের ছেলে রমজান মোড়ল (৪৮)।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বারপোতা গ্রামস্থ কদমতলা টু বারপোতাগামী রোডস্থ একটি চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামীর দুই পায়ের  সাথে বিশেষ কায়দায় লুকানো অস্থায় ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। 

বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং আটককৃত আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানান তিনি।