একদিনে কুকুরের কামড়ে ১৫ জন মনিরামপুর হাসপাতালে
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারী ২০২৬, ১৩:৪৬
মনিরামপুর প্রতিনিধি :
মনিরামপুরে আজ (বৃহস্পতিবার) সকাল থেকে দুপুর পর্যন্ত কুকুরের কামড় খেয়ে ১৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসেছেন। হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় তাদের সবাইকে কিনে এনে ভ্যাকসিনের সেবা নিতে হয়েছে। আহতদের মধ্যে ছয় জনের আক্রান্ত বেশি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৫ জন কুকুরের কামড় খেয়ে হাসপাতালে এসেছেন। তারা হলেন, উপজেলার বাটভিলা এলাকার রায়হান কবির (৬), বাহিরঘরিয়ার আজিজুল হক (৫০), খালিয়ার ইয়াসমিন আক্তার (২৪), মনোহরপুরের খলিলুর রহমান (৬২) ও নাসিমা বেগম (৪০), মশ্মিমনগরের রাকিবুল হাসান (৩০), হানুয়ার গ্রামের মাসুদ হাসান (৫৫), গোপালপুরের আবুবকর (২৫), ঝাঁপা গ্রামের রামপদ দাস (৬০) ও জামাল হোসেন (৭০), কাঁঠালতলা এলাকার বিশ্বদাস (৩২), পাড়দিয়া গ্রামের হাসান আলী (৬০) ও মাহাবুর রহমান, ঘুঘুরাইলের আব্দুস সাসাদ (৭০) ও কাশিপুর গ্রামের শিশু সুমাইয়া আক্তার (৫)। এদের মধ্যে ছয় জনকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
রাজগঞ্জ অঞ্চলের উত্তম চক্রবর্তী বলেন, মশ্মিমনগরের দিক থেকে আসা একটি কুকুর পথচারীদের একের পর এক কামড় দিয়ে মনিরামপুরের দিকে চলে গেছে। এই একই কুকুরের কামড়ে আক্রান্তর সংখ্যা অনেক। মনিরামপুর হাসপাতালের পাশাপাশি কয়েকজন কেশবপুর হাসপাতালে চিকিৎসার জন্য গেছেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক অনুপ বসু বলেন, হাসপাতালে কুকুরের ভ্যাকসিন নেই আড়াই মাস। গতকাল (বুধবার) ইউএনও সম্রাট হোসেন হাসপাতালে এসেছিলেন। আমরা তাকে ভ্যাকসিন সংকটের কথা জানিয়েছি। তিনি দ্রুত সময়ের মধ্যে কুকুরের ভ্যাকসিন সরবরাহ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন :