• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

'ফ্যাসিস্টরা পালিয়েছে, কিন্তু কালো ছায়া কাটেনি'


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেলেও 'ফ্যাসিজমের কালো ছায়া' এখনও কাটেনি। তিনি অভিযোগ করেন, একদল অপকর্ম করে পালিয়েছে, আর আরেকদল আরও বেশি শক্তি নিয়ে সেই অপকর্মের দায় কাঁধে তুলে নিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও মানুষের মাথা উঁচু করে দাঁড়াতে না পারার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, "বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভেতরের চিল যারা ছিল, সেই চিলগুলো ছু-মেরে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে।" তিনি দেশের সম্পদ লুণ্ঠন ও বিদেশে 'বেগমপাড়া' গড়ে তোলার তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, যারা অপকর্মের দায় নিয়ে পালিয়েছে, তাদের কেউ কেউ 'কলাপাতায় ধরা পড়েছে' বা খালে বিলে আশ্রয় নিয়েছে। কিন্তু তার মতে, মূল সমস্যা হলো 'ফ্যাসিজমের কালো ছায়া' এখনও বাংলাদেশ থেকে দূর হয়নি।

জামায়াত আমির অভিযোগ করেন, একদল জনগণের ঘৃণা কুড়িয়েছে, আর আরেকদল 'বেপরোয়া দখলদার' হিসেবে আবির্ভূত হয়েছে। তিনি বলেন, বিরোধী রাজনৈতিক নেতাদের, আলেম-ওলামাকে জেল, নির্যাতন, ফাঁসি ও দেশছাড়া করার যে পুরোনো প্রবণতা, তা এখনও থামেনি।

ডা. শফিকুর রহমান রাজনীতিবিদদের অতীতের অপকর্ম থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনীতি শুরু করার আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "একদল সেই পুরাতন ধারায় পড়ে রয়েছে। তারা কোনো সংস্কারে রাজি না।"

বিএনপিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান বলেন, "জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লালকার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেছে।" তিনি হুঁশিয়ারি দেন, এই লালকার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করে, তবে এ দেশের জনগণ তাদের সব ষড়যন্ত্র ভন্ডুল করে দেবে।

তিনি প্রশাসনিক ক্যু'র মাধ্যমে নির্বাচনের ক্রেডিট হাইজ্যাক করার যেকোনো চিন্তাকে প্রত্যাখ্যান করে বলেন, "সেই সূর্য ডুবে গেছে, এই সূর্য আর বাংলাদেশে উঠবে না। কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না। এখন নতুন সূর্যের উদয় হবে।"

ডা. শফিকুর রহমান জোটের বাইরে থাকা দু-একটি ইসলামি দলকে তাদের 'আঙিনায়' ফিরে আসার অনুরোধ করেন। তিনি বলেন, "সব জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙিনায় চলে আসুন। এই আঙিনা আপনাদের আঙিনা... আপনারা বড় বেমানায় হয়ে গেছেন। আপনারা ঘরের ছেলে ঘরে চলে আসুন।"

জামায়াত আমির দেশের জনগণের মুক্তিকামী মনোভাব তুলে ধরে বলেন, "ইসলামি এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে, মেহেরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না। আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে।"

তিনি বিশ্ব শান্তিকামী দেশগুলোকে সম্মান জানানোর কথা বললেও, কারো 'দাদাগিরি' দেখতে বা বরদাশত করতে রাজি নন বলে কঠোরভাবে জানিয়ে দেন। তিনি বলেন, "বাংলাদেশ চলবে আল্লাহ তায়ালার নির্দেশ মোতাবেক। এই দেশের জনগণের পছন্দের বাইরে কারো পছন্দ-অপছন্দের কথা আমরা শুনতে চাই না।" তিনি অন্যদের 'তল্পিবাহক' না হওয়ার এবং আগে যারা এমন করেছে, তাদের পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান।

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন:
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম (পীর সাহেব চরমোনাই)
  • বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক
  • বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারওয়ার কামাল আজিজি
  • বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী
  • জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সহসভাপতি রাশেদ প্রধান
  • বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির (বিডিপি) সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন