• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে  এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ) বিকাল ৪ টায় শার্শার মিনি স্টেডিয়ামে শার্শা সদর ছাত্র ও যুব সমাজের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শার্শা ৫নং ওয়ার্ড বিএনপি'র আব্দুল খালেক সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি'র ছাএ বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা সদর ইউনিয়ন বিএনপি'র সভাপতি ওসমান আলী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম মনি,আরংগজেব, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পিন্টু রহমান, জেলা ছাত্রদলের সদস্য ওহিদুজ্জামান ওহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু জুবায়ের শাওন, জিয়াউর রহমান, সোহেল রানা, শার্শা ও সদর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। 


প্রধান অতিথি আলহাজ্ব শরিফুজ্জামান পরাগ বলেন,এমন একটি খেলায় আসতে পেরে আমি ধন্য। এ সময় তিনি ছাত্র ও যুবসমাজকে মাদক পরিহার করতে বলে, লেখাপড়া ও খেলাধুলায় আসতে আহ্বান জানান।