ঝিকরগাছায় শিমুলিয়া ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2025 ইং
স্বপ্নভূমি ডেস্ক : ঝিকরগাছায় শিমুলিয়া ইউনিয়নে জুলাই শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৯ টায় মোকামতলা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন আল কুরআন একাডেমি লন্ডনের ট্রাষ্টি ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সেবা হচ্ছে প্রকৃত ধর্ম। এ জন্য আপনাদের সেবা দেওয়ার জন্য এসেছি আগত সকল রোগীদের ধৈর্য্য সহকারে সেবা নেওয়ার আহ্বান জানান।
মাদ্রাসা ভবনে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসা প্রদান করা হয়। এ ছাড়া রোগীদের ওষুধ ও চশমা প্রদান করা হয়। শিমুলিয়া ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার তিনশো মানুষ এই মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসে। আদ্- দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক বৃন্দ রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
পাল্লা গ্রাম থেকে চোখের সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা ময়না খাতুন বলেন, আমি চোখের সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মানের সেবা পেয়েছি। এই সেবা পেয়ে আমি সন্তুষ্ট।
বোধখানা গ্রাম থেকেমেডিসিন সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসা আলী হোসেন বলেন, আমি মেডিসিন সমস্যার জন্য চিকিৎসা নিতে এসেছি। আমি আর্থিক ভাবে সংকটে ছিলাম। দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ ফ্রি ক্যাম্প অনেক ভালো সেবা পেয়েছি। এমন সেবার ক্যাম্প আয়োজন করায় তিনি অনেক সন্তুষ্ট আগামীতে এ ধরনের সেবা চান।
এ ছাড়া ফ্রি মেডিকেল ক্যাম্প এ আগত রোগীদের মাঝে তাফসীরুল কুরআন বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদ এর সভাপতি মাহবুব উল আলম মন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজের পরিচালক মো : ইমদাদুল হক , বিশিষ্ট সমাজ সেবক মো: নুরুজ্জামান, মোকামতলা দাখিল মাদ্রাসা সভাপতি মো : এনামুল কবির, জহিরুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন জুলাই শহীদ জাবির আল - আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি মো : আবিদুর রহমান।
উক্ত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ঝিকরগাছা - চৌগাছা উপজেলা দুটি এলাকার জনগণ ফ্রি সেবা পাবে।
আপনার মতামত লিখুন :