• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

নিখোঁজের ৮ দিন অতিবাহিত হলেও মেলেনি বৃদ্ধ হারান ফকিরের সন্ধান


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : May 6, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের মো: হারান ফকির (৮৫) আট দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পাশাপাশি গুরুদাসপুর থানা পুলিশ দেশের বিভিন্ন থানায় সন্ধান চেয়েও খোঁজ পায়নি।


গত শনিবার (২৬ এপ্রিল) সকালে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে এখনও নিখোঁজ আছেন।

হারান ফকিরের ছোট ছেলে রুবেল আহমেদ জানান, গত ২৬ এপ্রিল সকালে তার বাবা হারান ফকির বাড়ি থেকে বের হন। কিছু সময়ের জন্য স্থানীয় চায়ের দোকানে দেখা যায় তাকে। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

তিনি আরও জানান, তারা সব আত্মীয় স্বজনের কাছে খোঁজ করেও তার বাবার কোনো সন্ধান পাননি। তার বাবার বয়স হয়েছে। এবং শারীরিক অসুস্থতার কারণে পরিবারের সবাই দুশ্চিন্তায় রয়েছেন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক জানান, জেলার সব থানাসহ দেশের বিভিন্ন থানায় নিখোঁজ হারান ফকিরের ছবি ও তথ্য পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে তার সন্ধান পেতে চেষ্টা চলছে।