কেশবপুরে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে চলছে বোরো আবাদ
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬, ০৭:০৪
কেশবপুর প্রতিনিধি
যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বোরো আবাদ করছেন কৃষকেরা। উপজেলার পৌর এলাকাসহ ১১টি ইউনিয়নে বোরো মৌসুমে ক্ষেতে ধান লাগানোর এ কর্মযজ্ঞ চলছে।
কেশবপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১০০ হেক্টর জমি। তার জন্য বীজতলা তৈরী করা হয়েছে ৬৫৭ হেক্টর জমিতে। বীজতলা ঠিক রাখতে প্রতিনিয়ত দিতে হচ্ছে পানি সেচ। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ হতে শুরু করে ফেব্রুয়ারী মাস পর্যন্ত বোরো ধানের চারা রোপন কাজ চলমান রয়েছে। উপজেলার ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, মজিদপুর, বিদ্যানন্দকাটী, মঙ্গলকোট, সাতবাড়িয়া, কেশবপুর সদর, পাঁজিয়া, সুফলাকাটি ও গৌরীঘোনা ইউনিয়নের বিভিন্ন অঞ্চলের বিলে ইতিমধ্যে কৃষকরা বোরোধান আবাদ শুরু করেছে। বেড়ে গেছে কৃষকের কর্মব্যস্ততা।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিদিন কাক ডাকা ভোরে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে কৃষকেরা বোরো আবাদের কাজ করে চলেছে। স্থানীয় কৃষকেরা জানান, গত কয়েক দিনের প্রচন্ড শীত উপেক্ষা করে বোরো আবাদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। তারপরও আবাদের মৌসুমে সময় মতো চারা রোপণ কাজ শেষ করতে না পারলে বোরো মৌসুম দেরি হয়ে যাবে। শীতের কারণে জমিতে বোরো ধানের চারা রোপণ কাজ করা কিছুটা কষ্টসাধ্য। তারপরেও সময়মতো ধানের চারা রোপণ কাজ শেষ করার তাগিদে প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে কাজ করতে হচ্ছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রুস্তম আলী বলেন, বোরো মৌসুমে ধানের আবাদ শুরু হয়ে গেছে। কৃষকেরা প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রতিদিন সকাল থেকে ক্ষেতে চারা রোপণের কাজ করে চলেছে। কিন্তু শীতের প্রকোপ বাড়ায় ধান রোপণের কাজ কিছুটা ব্যহত হচ্ছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকলে বোরো ধানের ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আপনার মতামত লিখুন :