• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিএনপিতে চাঁদাবাজ-স্বৈরাচারের দোসরদের জায়গা নেই: নার্গিস বেগম


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “দল থেকে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও স্বৈরাচারের দোসরদের বিতাড়িত করা হবে। যারা এদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যশোর শহরের পালবাড়ি মোড়ে আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এর আগে, যশোর টাউনহল মাঠে নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পালবাড়ি মোড়ে এসে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং বিএনপি নেতা গোলাম রেজা প্রমুখ।