• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আগুনে পুড়ে শেষ ব্যবসা প্রতিষ্ঠান, ক্ষতি ২০ লাখ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭
ছবির ক্যাপশন: ad728

মনিরামপুর প্রতিনিধি :
যশোরের মনিরামপুরে আগুন লেগে আনোয়ারুল ফারাজি নামে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে মাছনা নতুন বাজারে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মনিরামপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। 
আগুনে আনোয়ারুলের দোকানের সবকিছু পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
দোকানদারের ধারণা, শত্রুতা করে কেউ দোকানে আগুন দিয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আনোয়ারুল ফারাজি বলেন, মাছনা বাজারে সবচেয়ে বড় দোকান আমার। গ্রামের মানুষের চাহিদা ভেবে দোকানে মুদির মালামালসহ হার্ডওয়্যারের মালামাল, ইলেকট্রিক পণ্য, গ্যাস সিলিন্ডারের ব্যবসা ছিল। সাথে বিকাশ ও নগদের ব্যবসা ছিল আমার। বেচাকেনা ছিল খুব ভাল।
ক্ষতিগ্রস্ত দোকানি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক সব সুইচ বন্ধ করে দোকানের শাটার টেনে বাড়ি গিয়েছি। রাত পৌনে চারটার দিকে দোকানে চোর ঢোকার খবর পেয়ে বাজারে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নেভান। ততক্ষণে ভিতরের সব পুড়ে শেষ হয়ে গেছে। 
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দলনেতা আব্দুর রব বলেন, আগুনের খবর পেয়ে আমরা ভোর ৪টা ১০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেছি। একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। আমরা ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক পাঁচ লাখ টাকা ধরেছি।