• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

সুদানে শান্তিরক্ষী হত্যা: দ্রুত চিকিৎসায় জাতিসংঘকে অনুরোধ


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫
ছবির ক্যাপশন: ad728

স্বপ্নভূমি ডেস্ক : সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সংঘটিত সন্ত্রাসী ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এই হামলায় ছয়জন শান্তিরক্ষী নিহত ও আটজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এই কঠোর অবস্থান তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে যে, সুদানের আবেই এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটিতে চালানো ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আটজন আহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে 'নৃশংস' আখ্যা দিয়েছে।

নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে বাংলাদেশ সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

আহত আটজন শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করেছে সরকার ও দেশের জনগণ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।

এ বিষয়ে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে জাতিসংঘ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। সুদানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দিতে সরকার নিবিড়ভাবে কাজ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শান্তি মিশনের সেনাদের ওপর এমন নৃশংস আক্রমণ বিশ্বব্যাপী নিন্দার জন্ম দিয়েছে এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেছে জাতি।