মনোনয়নপত্র জমার সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও ব্যাংক খোলা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:০৬
স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনেও সারা দেশে সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) অনুরোধের প্রেক্ষিতে প্রার্থীদের জামানতের অর্থ জমা ও ভোটার তালিকার সিডি ক্রয়ের জন্য প্রয়োজনীয় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট সংগ্রহের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ ডিসেম্বর (সোমবার) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তবে এর আগে ২৫ ডিসেম্বর বড় দিন এবং ২৬ ও ২৭ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় টানা তিন দিন ব্যাংক বন্ধ থাকার কথা ছিল। এমন পরিস্থিতিতে প্রার্থীরা নির্বাচনী জামানত ও ট্রেজারি চালানের অর্থ জমা দিতে গিয়ে বড় ধরনের প্রশাসনিক জটিলতায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছিল।
এই সংকট নিরসনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানানো হয়। ইসি সচিব এক সংবাদ সম্মেলনে জানান, প্রার্থীদের সুবিধার্থে এবং নির্বাচন প্রক্রিয়া সহজতর করতে বাংলাদেশ ব্যাংককে এই চিঠি দেওয়া হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা: বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের জামানত ও ভোটার তালিকার সিডি কেনার অর্থ ব্যাংক ড্রাফট, পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমার সুবিধার্থে ২৭ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব শাখা খোলা থাকবে।”
এর ফলে প্রার্থীরা ছুটির দিনেও প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।
আপনার মতামত লিখুন :