যশোর বেজপাড়ার জমি দখলের চেষ্টা ও মারপিটের ঘটনায় তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা
Rifat Ahamed Hemel
নিউজ প্রকাশের তারিখ : Jul 20, 2025 ইং
নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের বেপাড়ার একটি জমি দখলের চেষ্টা ও মারপিটের ঘটনায় তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার বেজপাড়া পিয়ারীমোহন রোডের অ্যাডভোকেট শহিদ আনোয়ার পাভেল বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসয়িাল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগেটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।
আসামিরা হলো, শহরের বেজপাড়া আজিমাবাদ বিহারী কলোনির খোরশেদ আলমের ছেলে ফাহিম মুনতাসির, রনি ও তার স্ত্রী চাঁদনী।
মামলার অভিযোগে জানা গেছে, বেপাড়া মৌজার আরএস ১৩৩৪ দাগের ৬ শতক জমি অ্যডভোকেট শাহিদ আনোয়ার পাভেলসহ ১২টি পরিবার যাতায়াতের রাস্তা হিসেবে ভোগদখল করে আসছেন। বেশ কিছুদিন হলো আসামি ফাহিম ও অপর আসামিরা রাস্তার জায়গা তাদের নিজেদের দাবি করে দখলের ষড়যন্ত্র শুরু করে। এর মধ্যে গত ৫ জুলাই বিকেলে ফহিল অপরিচিত লোকজন নিয়ে সীমানা ভাংতে শুরু করে। এ সময় শিল্পী ও ডলি বাধা দিলে আসামি ফাহিম ও চাদনী তাদের মারপিট করে গুরুতর জখম করে। গুরুতর আহত দুইজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শহিদ আনোয়ার পাভেল ভেঙ্গে ফেলা প্রাচীর পুনঃনির্মাণ করে ভোগদখল বজায় রাখেন।
গত ১৬ জুলাই দুপুরে ফাহিম ও তার লোকজন ফের জমির প্রচির ভেঙ্গে দখল নিয়ে যায়। এ সময় পাভেলসহ বাড়ির লোকজন বাধা দিলে আসামি ফাহিম লোহার রড় দিয়ে রতœার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ফাহিম ও তার লোকজন পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
আপনার মতামত লিখুন :