• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা হৃদয় খান গ্রেফতার, সহযোগী তিনজনও আটক


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Jul 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ মেহেদী হাসান হৃদয় খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। একই অভিযানে আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার সকালে নওয়াপাড়া পৌরসভার ড্রাইভারপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক হৃদয় খান নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয় খানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পেছনে মুরগির খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া তার তথ্য অনুযায়ী আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—ড্রাইভারপাড়ার নেছার উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন, বুইকরা গ্রামের হুরাইরা এবং কলাগাছি গ্রামের মিন্টু। পুলিশের দাবি, তারা নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন।

ডিবি ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।