
স্বপ্নভূমি ডেস্ক : যশোরের ঝিকরগাছা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে লতা মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। লতা মিয়া ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লতা মিয়া এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার মৌখিক ও লিখিত অভিযোগ উঠলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি চাঁদাবাজির অভিযোগ পুনরায় জোরালো হলে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের পর লতা মিয়াকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, “দেশজুড়ে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে লতা মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকে সেনাবাহিনীর এই তৎপরতাকে সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন এবং অপরাধ দমনে নিয়মিত অভিযানের দাবিও জানিয়েছেে
আপনার মতামত লিখুন :