• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

যশোরে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় নিহত বিষের সহযোগী হারুনের বিরুদ্ধে আদালতে মামলা


FavIcon
Simanto
নিউজ প্রকাশের তারিখ : Aug 27, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক : অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে যশোরের শীর্ষ সন্ত্রাসী নিহত বিষের সহযোগী হারুন অর রশিদসহ অপরিচিত ৫/৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর সদরের ভেকুটিয়া গ্রামের হাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। হারুন অর রশিদ যশোর সদরের পতেঙ্গালী গ্রামের মৃত জহ আলীর ছেলে। বিয়ষটি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী আলমগীর সিদ্দিক। 

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালে হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুর রহমান পাকদিয়া গ্রামের পুজামন্ডবের দক্ষিন মাঠে কলাবাগানে কাজ করছিলেন। হারুন তাদের কলাবাগানে কাজ করতে দেয়ে যায়। ১০ টার দিকে হারুন, বিষেসহ অপরিচিত কয়েকজন মোটরসাইকেলে এসে হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুর রহমানকে পুজামন্ডবের পাশের একটি টিনসেডে নিয়ে আটকে রেখে সাড়ে ৩ লাখ টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় আব্দুর রহমান ও তার পিতাকে তারা বেদম মারপিট করে। একপর্যায়ে আব্দুর রহমান বিষয়টি মোবাইল ফোনে প্রতিবেশি লিয়াকতকে জানায়। হারুন তাৎক্ষনিক মোটরসাইকেলে যেয়ে লিয়াকতকে নিয়ে যায়। লিয়াকতকে তারা মারপিট করে টাকা এনে দিতে স্বীকার করায়। এরপর লিয়াকত ও আব্দুর রহমানকে টাকা আনতে ছেড়ে দিয়ে হাফিজুর রহমানকে আটকে রাখে। লিয়াকত, আব্দুর রহমান ১লাখ ২৫ হাজার টাকা জোগাড় করে নিয়ে তাদের দিলে হাফিজুর রহমানকে ছেড়ে দেয়। মুক্তিপণের বাকি টাকা মোটরসাইকেল বিক্রি ও কর্জ করে আসামি বিষে ও হারুনকে দেয়া হয়। ঘটনার সময় আসামিরা রাজনৈতক ক্ষমতাধর হওয়ায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া যায়নি। বর্তমানে পরিবেশ অনুকুলে আসায় তিনি আদালতে এ মামলা করেছেন।