• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

দেড় যুগ পর নয়াপল্টনে তারেক রহমান


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮
ছবির ক্যাপশন: ad728

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

তারেক রহমানের আগমন সংবাদে দুপুর থেকেই নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কয়েক হাজার নেতাকর্মী সমবেত হন। তিনি কার্যালয়ে পৌঁছালে আকাশবাতাস কাঁপানো স্লোগানে তাকে স্বাগত জানানো হয়। পরে তিনি কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় এসে হাত নেড়ে অপেক্ষমাণ বিপুল সংখ্যক নেতাকর্মীর শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

তারেক রহমানকে স্বাগত জানাতে কেন্দ্রীয় কার্যালয়ে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপির একঝাঁক শীর্ষ নেতা। তাদের মধ্যে ছিলেন—
  • উপদেষ্টা আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার
  • সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ
  • যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল
  • কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত
  • 'আমরা বিএনপি পরিবার'-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন
  • নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন
  • ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেল থেকেই নয়াপল্টন এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তারেক রহমানের দীর্ঘদিনের অনুপস্থিতির পর তার সরাসরি উপস্থিতি দলের তৃণমূল পর্যায়ে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নেতাকর্মীদের চাপে এই এলাকায় যানচলাচল সাময়িকভাবে ব্যাহত হলেও সেখানে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কার্যালয়ের ভেতর তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে।