‘অভয়নগরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন’
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৭
অভয়নগর প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের স্মরণে যশোরের অভয়নগরে ‘তরিকুল ইসলাম স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ এর উদ্বোধন হয়েছে। ধোপাদী ফুটবল একাডেমির আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী ও প্রথম খেলা অনুষ্ঠিত হয়।
প্রথম খেলায় অভয়নগরের ধোপাদী কিংস ৩-১ গোলে খুলনা মোহামেডান স্পোটিং ক্লাবকে হারিয়ে ২য় পর্বে উত্তীর্ণ হয়। খেলার প্রথমার্ধের ১৬ মিনিটে মোহামেডান দলের ৩ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাগর দলের পক্ষে একমাত্র গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে ধোপাদী কিংসের ২ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাব্বির সমতাসূচক গোল করেন। এরপর ধোপাদী দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মঈন ২৬ ও ৩০ মিনিটে পরপর ২টি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের রাব্বিকে পুরষ্কৃত করা হয়।
এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি যশোর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান। এ সময় উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ও অভয়নগর থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান মশি, অভয়নগর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, সমাজসেবক কামরুজ্জামান মজুমদার, শ্রমিক দল নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক এস এম রফিকুজ্জামান টুলু, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান লিপু, সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদ, নজরুল ইসলাম সরদার প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্থানীয় বিএনপি নেতা রুহুল আমিন সরদার। আগামীকাল বুধবার (১৭ ডিসেম্বর) একই মাঠে বিকাল ৩ টায় টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :