
স্টাফ রিপোর্টার যশোর: কেন্দ্রীয় নেতা নুরুল হক নুর, রাশেদ খানসহ শীর্ষ নেতাদের ওপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে গণধিকার পরিষদ। শনিবার বিকালে শহরের চৌরাস্তা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে দড়াটানা মোড় হয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন গণধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল।
তিনি বলেন, ৭২ ঘন্টার মধ্যে জাতীয় পার্টির অফিসের সকল ব্যানার নামিয়ে অফিস ছেড়ে যেতে হবে। অন্যথায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার গণধিকার পরিষদের কোনো নেতাকর্মী নেবে না।
বিক্ষোভ সমাবেশ আরো বক্তব্য রাখেন গণধিকার পরিষদের যশোর জেলা সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইসলামী আন্দোলন যশোর জেলা সভাপতি মিয়া আব্দুল হালিমসহ অন্যান্যরা।
আপনার মতামত লিখুন :