ভোটারদের হুমকি দিলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা-জেলা প্রশাসক আশেক হাসান
Swapnobhumi
নিউজ প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারী ২০২৬, ৬:৫৮
আজিজুর রহমান, চৌগাছা:
যশোরের জেলা প্রশাসক মোঃ আশেক হাসান সাগর বলেছেন ভোটারদের হুমকি দিলেই তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এধরনের অভিযোগ থাকলে আপনারা সুনির্দিষ্টভাবে নাম জানাবেন, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন দীর্ঘদিন পর দেশে প্রকৃত নির্বাচন হতে যাচ্ছে। এ নির্বাচনে যারাই ডিস্টার্ব করবে তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। বৃহস্পতিবার চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বেলা ১২ টায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আহমদ।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশে একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। জুলাই আন্দোলনে হাজারও শহীদের রক্তের বিনিময়ে আমারা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সেকারণে আবারো কোন ফ্যাসিবাদ যেন জন্ম হতে না তার জন্য গণভোটের ব্যবস্থা করেছে সরকার। তিনি বলেন যারা মানুষকে ভোটদানে বিরত রাখতে চাই তারা মূলত ফ্যাসিবাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। তবে আমরা কোন অবস্থাতেই ফ্যাসিবাদের জন্ম হতে দিবোনা। ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে গণভোটের আয়োজন করেছে সরকার। তিনি বলেন সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা বিভাগ ফ্যাসিবাদের দোসরদের তৎপরতা রুখে দিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপনাদের এখানে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ এধরনের মামলার বিষয়ে কোন রকম তদবির করবেন না। এসব তদবির রাখা হবে না। সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে। তাদের স্থান জেলখানাতেই হবে। আমি এই সভায় আসার আগে থানায় মিটিং করে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর আছে। খুব দ্রুতই তাদের আরও কঠোর ভূমিকায় দেখতে পারবেন।
তিনি বলেন গণভোটের প্রচারে সবাইকে ভুমিকা রাখতে হবে। ভোট পাঁচ বছর পর আবারও আসবে তবে এই গণভোট শত বছরেও আর আসবে না। তিনি বলেন স্কুল, কলেজ, মাদরাসার এসেম্বলিতে ২মিনিট গণভোটের প্রচার করতে হবে। আমরা সব ধরণের পোস্টার করেছি, লিফলেট করেছি। এক সপ্তাহের মধ্যে গণভোটের প্রচারণা ব্যপক আকারে শুরু হয়ে যাবে। সকল দপ্তর থেকে এরইমধ্যে পোস্টার লিফলেট পৌছে গেছে।
মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, যশোর-২ আসনের এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী রিপন মাহমুদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সংসদ সদস্য প্রার্থী ইমরান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদুল ইসলাম রিতম, প্রেসক্লাব চৌগাছার সহসভাপতি রহিদুল ইসলাম খান, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলম লিটু প্রমুখ। উপস্থিত ছিলেন চৌগাছা থানার ওসি (তদন্ত) রুহুল আমিন সরকার, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জগদীশপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম, সিংহঝুলী ইউপির প্রশাসক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মোঃ ওবায়েদুল্লাহ, চৌগাছা সদর ইউপির প্রশাসক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম বজলুর রশিদ, উপজেলা নির্বাচন কর্মকতা এসএম রোমেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনীতিবিদ, সাংবাদিক, অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবৃন্দ।
আপনার মতামত লিখুন :