• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

উলাশীতে নিহত মাসুম বিল্লাহর পরিবারের পাশে মফিকুল হাসান তৃপ্তি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : Oct 17, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার উলাশী ১নং ওয়ার্ডের জিয়ার খালপাড়ে ছিনতাইকারীর হাতে নিহত মাসুম বিল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে তিনি নিহত মাসুম বিল্লাহর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনার ন্যায়বিচার নিশ্চিতের আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, “মানুষ হত্যার বিচার না হলে সমাজে শান্তি ফিরে আসে না। ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমি এই পরিবারের পাশে থাকব।

তিনি তাৎক্ষণিকভাবে সার্কেল এএসপি’র সঙ্গে টেলিফোনে যোগাযোগ করে মামলার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে আহ্বান জানান।

পরে তিনি উলাশী পূর্বপাড়ার পরলোকগমনকারী তপন কুমারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ও তাদের খোঁজখবর নেন।

এরপর উলাশী গিলাপোল ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি অসুস্থ তৈয়ব আলীর বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

সফরের এক পর্যায়ে মফিকুল হাসান তৃপ্তি একই গ্রামের হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের কয়েকটি পরিবারের বাড়িতেও যান। তিনি তাদের খোঁজখবর নেন এবং পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “ধর্ম, বর্ণ, দল-মত নির্বিশেষে আমরা সবাই এই মাটির সন্তান; মানবিক ঐক্য ও ভালোবাসাই আমাদের প্রকৃত শক্তি।”

সফরকালে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।