• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

নিখোঁজ ছাত্রশিবির নেতা রেজওয়ানের বিষয়ে সাক্ষ্য গ্রহণে গুম কমিশনের প্রতিনিধি দলের বেনাপোল সফর


FavIcon
S Hasan
নিউজ প্রকাশের তারিখ : Oct 15, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা শাখার তৎকালীন ছাত্রশিবির সেক্রেটারি রেজওয়ান হোসাইন নিখোঁজের ঘটনায় তদন্ত ও সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবে গুম কমিশনের একটি প্রতিনিধি দল বেনাপোলে সফর করেছেন।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে কমিশনের প্রতিনিধি দল বেনাপোল পৌর ভূমি অফিসের সামনে উপস্থিত হয়। এসময় নিখোঁজ রেজওয়ান হোসাইনের পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা কমিশনের কাছে সাক্ষ্য প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঢাকার তদন্তকারী কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপ-সহকারী পরিচালকসহ মোট তিনজন সদস্য।

সাক্ষী হিসেবে বক্তব্য দেন নিখোঁজ রেজওয়ানের পিতা মহিষাডাঙ্গা-বারপোতা গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান, ভাই মোঃ রিপন হোসেন, বেনাপোল পাটবাড়ী গ্রামের রেজাউল ইসলাম, কাগমারী গ্রামের আনোয়ারুল ইসলাম, পাটবাড়ীর গোলাম মোর্তজা এবং নারায়নপুর গ্রামের শফি। সাক্ষীরা সকলেই যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বাসিন্দা।

সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখার আমির রেজাউল ইসলাম, সেক্রেটারি মাওলানা ইউসুফ আলী, বেনাপোল পৌর সভাপতি রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি নুরুল ইসলাম, বেনাপোল থানা ছাত্রশিবির সভাপতি মাহাদি হাসান ও পৌর ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ আগস্ট বেনাপোলের দুর্গাপুর রোডে ভূমি অফিসের সামনে থেকে কে বা কারা অসংখ্য লোক চলাচলের মধ্যে রেজওয়ান হোসাইনকে ধস্তাধস্তি করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনাটির পর এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে গ্রেপ্তার করেছে। কিন্তু ওই সময় পরিবার থেকে অভিযোগ করা হলেও পুলিশ তা আমলে নেয়নি।

দীর্ঘ নয় বছর পর ২০২৪ সালের ৫ আগস্ট পূর্ববতি সরকার পতনের পর রেজওয়ান হোসাইনের নিখোঁজের ঘটনায় মামলা হয়। সেই ঘটনার তদন্ত ও সাক্ষ্য গ্রহণের অংশ হিসেবেই গুম কমিশনের প্রতিনিধি দল বুধবার বেনাপোলে এসে ভূমি অফিসের সামনে তথ্য সংগ্রহ ও সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পরিচালনা করেন।