যশোরের ৬টি সংসদীয় আসন সীমানা অপরিবর্তিত রেখে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণমিছিল
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : Aug 21, 2025 ইং
স্টাফ রিপোর্টার যশোর: যশোরের
৬টি সংসদীয় আসনের বর্তমান সীমানা অপরিবর্তিত রেখে আগামী ফেব্রুয়ারির
প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিছিলটি
যশোর শহরের বকচর থেকে শুরু হয়।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের
আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের নেতৃত্বে মিছিলে ৫শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ
করেন। মিছিলটি যশোর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহারের সামনে
গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যশোর
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে ও সদস্য
সচিব রাজিদুর রহমান সাগরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা
বিএনপির সাধারন সম্পাদক আনজুরুল হক খোকন,জেলা যুবদলের সদস্য সচিব আনছারুর
হক রানা,জেলা স্বেচ্ছাসেবক দলের সিঃযুগ্মআহবায়ক আলী হায়দার রানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :