• ঢাকা
  • | বঙ্গাব্দ
Bongosoft Ltd.

চৌগাছায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী গুরুতর আহত


FavIcon
সাইফুল্লাহ খালিদ
নিউজ প্রকাশের তারিখ : May 3, 2025 ইং
ছবির ক্যাপশন: ad728



যশোরের চৌগাছা উপজেলায় মালোঘাট এলাকায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ (৩ মে ২০২৫) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে চৌগাছা-কাবিলপুর সড়কের মালোঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম সোহরাব (৫২), পিতা- ইসলাম মুন্সী, সাং- বল্লভপুর, থানা- চৌগাছা, জেলা- যশোর। তিনি পেশায় একজন মাছচাষি। সকাল বেলায় সাইকেল চালিয়ে বল্লভপুর থেকে চৌগাছা বাজারে যাওয়ার পথে মালোঘাট এলাকায় পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।